রাজধানীর খিলক্ষেতে সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের উপর এনা পরিবহনের একটি বাস।
এতে একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়।
খিলক্ষেত থানা এসআই রাসেল পাভেজ জানায়, "সকালে রাজধানীর মহাখালী থেকে সিলেট যাচ্ছিলো এনা পরিবহনের বাসটি। পরে খিলক্ষেতে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রোড ডিভাইডার ভেঙে অপর পাশে চলে যায়।"
এ সময় বাসটি বিপরীতমুখী একটি মাইক্রোবাসের উপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাস চালক কিছুটা আহত হয়েছেন। পরে গাড়ি দুটিকে রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছুটা যানজট দেখা যায়।
©পার্ট অফ নিউজ

1 Comments
WynnBET : Situs Slot Online | Casino Online Gambling
ReplyDeleteWynnBET - Situs Slot Online WynnBet - Situs Slot Online 나비효과 WynnBet worrione.com - Situs Slot Online WynnBet - Situs Slot Online https://sol.edu.kg/ WynnBet - Situs Slot Online 출장샵 https://jancasino.com/review/merit-casino/ WynnBet - Situs Slot Online