ফেসবুকের মালিকাধীন প্রতিষ্ঠান “মেটা” ও স্ন্যাপচ্যাটের মালিকাধীন প্রতিষ্ঠান “স্ন্যাপ” এর বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অঙ্গরাজ্যের এক মা।
তার অভিযোগ: স্ন্যাপচ্যাটে অত্যধিক আসক্ত হয়ে পড়েছিল তার মেয়ে, ফলে সে আত্মহত্যা করেছে। তার মেয়ের আত্মহত্যার জন্য দায়ী এসব সামাজিক যোগযোগ মাধ্যম ।
গত বছর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এন্ডফিল্ড শহরে বসবাসকারী ১১ বছরের বয়সী সেলিনা রড্রিগুয়েজ আত্মহত্যা করেন। তার এই আত্মহত্যার জন্য তার মা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক ফিচারকে দায়ী করেছে। এই প্রবণতা ক্রমশ শিশুদের মধ্যে পড়ছে। তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুপ প্রভাব নিয়ে চলমান বিতর্কের মধ্যে দিয়ে এলো এই মামলার খবর। যা কিছুটা হলেও সবাই ভাবতে বাধ্য করছে আরো কিছুটা ।জানা গেছে, এ দুই প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি আসক্তিই সন্তানের আত্মহত্যার মূল কারণ বলে অভিযোগ তুলেছেন তিনি।
সেলেনা রডরিগেজের মা’র পক্ষে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা দায়ের করেছে ‘স্যোশাল মিডিয়া ভিকটিমস ল সেন্টার (এসএমভিএলসি) নামের একটি সংগঠন। বিবৃতি সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সেলেনা ‘চরমভাবে’ ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে আসক্ত ছিলেন।
একাধিকবার সন্তানের ডিভাইস জব্দ করেছিলেন মা। কিন্তু সামজিক মাধ্যম ব্যবহারের জন্য সেলেনা পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে।
২০২১ সালের ২১ জুলাই জীবনাবসান ঘটানোর আগের কয়েক মাস হতাশায় ভুগেছেন সেলেনা, রাতে ঘুম হতো না ওই শিশুর। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর সামাজিক মাধ্যমের প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়েন তিনি।এ ছাড়াও স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেলেনা একাধিকবার যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলেও অভিযোগ উঠে এসেছে মামলায়।
ক্যালিফোর্নিয়ার আদালতে দায়েরকৃত মামলায় মেটা ও স্ন্যাপের বিরুদ্ধে আনা অভিযোগ বলছে, উভয় প্রতিষ্ঠান ‘জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে’ এমন পণ্য তৈরি করে বাজারজাত করেছে, যা ‘উল্লেখযোগ্য’সংখ্যক অপ্রাপ্তবয়স্কের জন্য ক্ষতিকর।
©পার্ট অফ নিউজ

1 Comments
Playtech Casinos in Arizona 2021 - Dr.MCD
ReplyDeleteThe 출장샵 best online septcasino.com casino games 출장안마 at Dr.MCD If you prefer the traditional slot machines, or prefer games with progressive https://deccasino.com/review/merit-casino/ jackpots, then aprcasino