ইফতেখারুল ইমন
মাটির উপর দাপিয়ে বেড়াও
মাটির নীচের নিয়েছো খোঁজ.?
ক্ষনিকের দুনিয়া ছেড়ে তুমিও যাবে
কত জন যাচ্ছে সেথায় রোজ।
যার পূণ্যের নাইকো শেষ
সে ও দুনিয়া ছাড়তে চায় না
আর দুটো দিন আয়ু দিন প্রভু
দুনিয়ায় থাকার কত বায়না।
তোমার সময় ফুরিয়েছে
আর কোরোনা বায়না
কারো নিদ্রা,চিরনিদ্রা হয়
প্রভাত তার আর হয় না।
দুনিয়া নিয়ে মেতে আছি
মেতে আছি দুনিয়ার ঘোরে
একদিন মসজিদের মাইকে বলবে
দেহান্তরের খবর
গৌধুলী লগ্নে বা কাকা ডাকা ভোরে।
হাইস্কুল মাঠে জানাযা হবে
বাঁশ বাগানে হবে ঠিকানা
তিনটি প্রশ্নের উত্তর খুঁজে নাও
যদি থাকে তা অজানা।
{সমাপ্ত।}


1 Comments
Nice poem.....-Ramim
ReplyDelete