সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

নাগরদোলা থেকে ছিটকে শিশুসহ তিনজন আহত | Part of News

ঝালকাঠিতে নাগরদোলা থেকে ছিটকে পড়ে শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১০টায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বাউকাঠি গ্রামের মো.শুক্কুরের স্ত্রী পুতুল বেগম(৩৫)ও রাজাপুরের মীরেরহাট বাজারের ইউনুস আলী হওলাদারের ছেলে মো.ইদ্রিস(৫০)। তবে নাঈম(১০)নামের শিশুটির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে পক্ষকালব্যাপী রূপসী বাংলা মেলা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই মেলায় হরেক রকম পণ্যের দোকানের পাশাপাশি নাগরদোলা রয়েছে। ডিজেলচালিত মোটরের সাহায্যে এই নাগরদোলা চলে। এতে চড়ার জন্য শিশুদের পাশাপাশি নারী-পুরুষও ভিড় জমান। শনিবার রাত পৌনে ১০টার দিকে নাগরদোলাটি হঠাৎ দ্রুতগতিতে ঘুরতে শুরু করে। তখন যাত্রীরা চিৎকার শুরু করেন। একপর্যায়ে উঁচু থেকে একটি আসনের ওই তিন যাত্রী ছিটকে নিচে পড়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন বলেন,নাগরদোলা চালু করে এর চালক চায়ের দোকানে যান। পরে এটি অস্বাভাবিক গতিতে ঘুরতে থাকে। ভারসাম্য সামাল দিতে না পেরে ওই তিন যাত্রী ছিটকে নিচে পড়ে যান। পরে নাগরদোলার চালক এটি বন্ধ করে পালিয়ে যান।  

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দ্বীন মোহম্মদ বলেন,আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে মো.ইদ্রিসের হাত-পা ভেঙে গেছে। বুকে আঘাত পাওয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় নারীটিকে অক্সিজেন দেওয়া হয়েছে। শিশুটির নাক-মুখে আঘাত লেগেছে। তাঁদের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি নসির উদ্দিন সরকার বলেন,এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments