সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

বাখমুত ঘিরে ফেলেছে ওয়াগনার বাহিনী | Part of News

ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত শহরের বেশিরভাগ জায়গাই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ঘিরে ফেলার দাবি করেছে ওই গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

 ছবি:সংগ্রহিত

শুক্রবার(৩ মার্চ)আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়,বাখমুত দখলকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে যাতে উভয়পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটছে।

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন জানান,বাখমুত শহর থেকে বের হয়ে যাওয়ার জন্য একটাই পথ খোলা আছে। এমন মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি আহবান জানিয়ে তিনি বলেছেন,এই শহর থেকে ইউক্রেনীয় সৈন্যদের প্রত্যাহার করে নিন।

এদিকে কিয়েভ জানিয়েছে,তাদের সৈন্যরা এখনো সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে তারা স্বীকার করেছে এ সপ্তাহে বাখমুতে তাদের অবস্থার অবনতি হয়েছে।  

ন্যাশনাল গার্ড অব ইউক্রেনের একজন ডেপুটি কমান্ডার ভলোদিমির নাজারেঙ্কো জানান,বাখমুতের পরিস্থিতি জটিল এছাড়া সেখানে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে। তিনি বলেন,‘ কত জন যুদ্ধে মারা যাচ্ছে তা ভাবা হচ্ছে না। এই শহরের দখল রাখায় আমাদের জন্যে গুরুত্বপূর্ণ। আমাদের সৈন্যদের কাজ হচ্ছে শত্রুর যতো বেশি ক্ষতি করা যায়।’ 

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কে রসদ-পত্র সরবরাহের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পথের ওপর এই বাখমুত শহরের অবস্থান। 

এই শহরের নিয়ন্ত্রণ দখল করতে পারলে রাশিয়া এই এলাকাটিকে ক্রামাটরস্ক ও স্লোভিয়ানস্কের মতো দুটি বড় শহরের দিকে এগিয়ে যাবার জন্য পথ তৈরি করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন,বাখমুত শহরে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে রাশিয়ার পক্ষে পুরো দনবাস অঞ্চল দখল করে নেওয়া আরও সহজ হয়ে উঠবে।


©পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments