সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৪ মার্চ) দুপুরে বরগুনা শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বরগুনা জেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তারা বলেন, ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে সরকারি চাকরিতে সম্মানসূচক কোটা প্রদান করা হয়। ২০১৮ সালে প্রধানমন্ত্রী সে কোটা পদ্ধতি বাতিল করেন। কিন্তু বীর মুক্তিযোদ্ধা কোটা বাতিল করলেও সরকারি চাকরিতে এখনও সরকারি চাকরিজীবীদের জন্য পোষ্য কোটা চালু রয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধাদের জন্য চাকরিতে সম্মানসূচক ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান বক্তারা।
মানববন্ধন চলাকালীন সমাবেশ বক্তব্য রাখেন- বরগুনা জেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো.মোস্তাফিজুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু,সহ-সভাপতি এ কে আজাদ বাবলু,মাসুদ মৃধাসহ আরও অনেকে।


0 Comments