‘তুমি সব সময় আমাদের উজ্জ্বল নক্ষত্র’—প্রথম মৃত্যুবার্ষিকীতে ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে এমনটাই লিখেছেন তাঁর কনিষ্ঠ সন্তান ব্রুক ওয়ার্ন। গত বছরের এই দিনে থাইল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান সর্বকালের সেরা এই লেগ স্পিনার।
আজ ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন তিন সন্তান, সাবেক স্ত্রী, সতীর্থ এবং ভক্ত-সমর্থকেরা। তাঁকে নিবেদন করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সংগীত পরিবেশন করেছেন প্রখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরান। তবে সব ছাপিয়ে বিশেষ এই দিনে ওয়ার্নের তিন সন্তানের আবেগঘন বার্তা ছুঁয়ে গেছে সবাইকে।
ওয়ার্নের ২৩ বছর বয়সী ছেলে জ্যাকসন ওয়ার্ন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছেন, ‘এক বছর আগে আজকের দিনে। তোমাকে মিস করি বন্ধু।’ এই পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন জ্যাকসন। যেখানে বিভিন্ন চলচ্চিত্রের জীবন ও মৃত্যুর নিয়ে কথোপকথনের দৃশ্যগুলোকে একসঙ্গে জুড়ে দেওয়া। ভিডিওটি শেষ হয়েছে ২০১৮ সালে পিয়ার্স মরগানকে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও চিত্রের অংশ দিয়ে। যেখানে মরগান ওয়ার্নকে জিজ্ঞেস করেন তাঁর সমাধিফলকে কী লেখা থাকবে?
মরগান বলেন, ‘এখানে শেন ওয়ার্ন শুয়ে আছেন, তিনি...’। ওয়ার্ন শূন্যস্থান পূরণ করে বলেন, ‘ব্রুক, জ্যাকসন এবং সামারের ভালোবাসা পেয়েছেন’।
ওয়ার্নকন্যা ব্রুকও বাবাকে শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন। তিনি ওয়ার্নের স্মরণে একাধিক ভিডিও আপলোড করেছেন। ব্রুক লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি বাবা। আমি নিজেদের সব সময় এই উপায়ে মনে রাখব—হাস্যোজ্জ্বল এবং আনন্দময়।’
ব্রুক আরও লিখেছেন, ‘এক বছর আগে আজকের দিনে, মনে হচ্ছে গতকাল তোমাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সারা জীবন তুমি আমার দৃষ্টির সামনে রয়ে যাবে। আমি তোমার আলিঙ্গন অনেক মিস করি এবং তুমি বলেছিলে সব ঠিক হবে। বাবা তোমাকে ছাড়া জীবন কখনো আগের মতো হবে না। আমি তোমাকে মিস করি। তুমি সব সময় আমাদের উজ্জ্বল নক্ষত্র।’
ওয়ার্নের ছোট মেয়ে ২১ বছর বয়সী সামার দুটি ছবি এবং একটি পারিবারিক ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে কিছু হৃদয়ছোঁয়া বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘যে মানুষটাকে আমি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতাম, এক বছর আগে সে স্বর্গে চলে গেছে। আমি প্রতিদিন প্রতি সেকেন্ড তোমাকে মিস করি। আমি এখনো চেষ্টা করে যাচ্ছি এখানে তোমাকে ছাড়া জীবনটা চালিয়ে নিতে। চেষ্টা করছি তোমাকে ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার। আমি যখন হাসি এবং কাঁদি তোমাকে মিস করি। কারণ, তুমি এমন একজন যে আমার হাসিকে প্রস্ফুটিত করেছ এবং কান্না দূর করে দিয়েছ। সে স্মৃতিগুলো আমি মিস করি, যা আমরা কখনোই পাব না। আমি হৃদয়ে তোমাকে ধরে রেখেছি। সেখানে তুমি সব সময় থাকবে। সেদিন পর্যন্ত যখন আমরা আবার একত্রিত হব। ভালোবাসি।
ওয়ার্নের সাবেক স্ত্রী এবং তিন সন্তানের মা সিমন কালাহান লিখেছেন, ‘শেনকে স্মরণ করছি, যে আমাদের সন্তান ব্রুক, জ্যাকসন এবং সামারের জন্য সব সময় আনন্দ এবং ভালোবাসা নিয়ে এসেছে। সে সব সময় সেরা বাবা হতে চাইত। আমরা তোমাকে মিস করি। সব সময় আমাদের হৃদয়ে থেকে যাবে। আশা করি তুমি স্বস্তি এবং শান্তি খুঁজে পেয়েছ।’
ওয়ার্ন স্মরণে এক লাখ দর্শকের সামনে এমসিজিতে গান পরিবেশন করেছেন ব্রিটিশ পপ স্টার ও তাঁর কাছের বন্ধু এড শিরান। সেই অনুষ্ঠানে ওয়ার্নের তিন সন্তান ব্রুক, জ্যাকসন ও সামারও উপস্থিত ছিলেন।
ওয়ার্ন ও তাঁর সন্তানদের গান নিবেদন করার ফাঁকে শিরান দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘আজ রাতে এমসিজিতে এটা দেখার জন্য আমার বন্ধু শেন ওয়ার্ন এখানে নেই। আমি জানি এই ভেন্যু তার জন্য খুব খুব বিশেষ।’
ওয়ার্নের মৃত্যু দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার। তিনি বলেছেন, ‘সে (ওয়ার্ন) ব্র্যাডম্যান পর্যায়ের। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ছিলেন আমাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু সেরা বোলার কে? এটা দারুণ একটা বিতর্কের সূত্রপাত ঘটাবে। লিলি এবং ম্যাকগ্রার কথা আসবে। কিন্তু ওয়ার্ন আমাদের সর্বকালের সেরা বোলার। ওয়ার্ন যখন অস্ট্রেলিয়া দলে ছিল, অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ জিতত। ব্রাডম্যানের জন্যও এটা সত্য।’


0 Comments