টানা সাত বছর ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে হার নেই বাংলাদেশের। নিজ দেশের কন্ডিশনে টাইগাররা যে বেশ শক্তিশালী সেটা অকপটে স্বীকার করলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও। লাল সবুজের প্রতিনিধিদের বিপক্ষে তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতায় বেশ খুশি তিনি।
শুক্রবার (০৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে জেসন রয়ের অসাধারণ ব্যাটিং ও স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৩২ রানে। এর আগে সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল ৩ উইকেটের ব্যবধানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
ঘরের মাটিতে ২০১৬ সালের পর ৫০ ওভারের ম্যাচে প্রথমবার সিরিজ হারল বাংলাদেশ। গত সাত বছরে টানা সাতটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে, আফগানিস্তান ছাড়াও হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো ক্রিকেট পরাশক্তিদের। সবশেষ টাইগারদের বিপক্ষে সিরিজ খুইয়েছিল শক্তিশালী ভারতও। এমন পরিসংখ্যানই বলে দেয় ঘরের মাটিতে বাংলাদেশ কতটা শক্তিশালী। ইংলিশ অধিনায়ক জস বাটলারও তাই মনে করেন। এমন দলের বিপক্ষে তাই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয়ার খুশি বাটলার।
এ বিষয়ে বাটলার বলেন, ‘চমৎকার একটি সিরিজ জয়। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। তাই জয় তুলে নিতে পেরে আমরা খুশি। গত ম্যাচের তুলনায় আমাদের অনেক উন্নতি হয়েছে। জেসন রয় দুর্দান্ত ব্যাটিং করেছে। অন্য ব্যাটাররাও তাকে সঙ্গ দিয়েছে। তারপর বল হাতে আমাদের দুর্দান্ত শুরু ছিল। এমন কন্ডিশনে খেলা আমাদের জন্য বেশ কঠিন। সে হিসেবে আজকে আমরা যেটা করেছি, সেটা অনেক বড় অর্জন ছিল। প্রথম ম্যাচের তুলনায় আজকের ম্যাচে আমাদের খেলার মান অনেক ভালো ছিল।’
সাত বছর পর বাংলাদেশ এ ইংলিশদের বিপক্ষেই হেরেছিল। আবার সে বাটলারদের কাছেই নিজেদের অক্ষত রেকর্ডের ইতি ঘটল টাইগারদের। শুরুতেই ৩ উইকেট হারানোর পর, চতুর্থ উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে অধিনায়ক তামিম ইকবাল চেষ্টা করেছিল লড়াইয়ে ফিরতে। কিন্তু শেষ পর্যন্ত তারা পারেননি। ম্যাচশেষে সিরিজ হারের জন্য তাই উৎকণ্ঠা থাকলেও, তামিম চান অন্তত ভালোভাবে সিরিজের সমাপ্তি টানতে।
তামিম বলেন,‘আপনি যখন প্রথম ২-৩ ওভারে তিনটি উইকেট হারিয়ে ফেলবেন, তখন ব্যাপারটা কঠিন হয়ে যায়। আমি আর সাকিব চেষ্টা করেছিলাম। কিন্তু আমার খেলা ভালো হয়নি। মনে হয় আমরা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছিলাম, বিশেষ করে ৩০০ রানের বেশি তাড়া করার ক্ষেত্রে। সাকিব যে ইন্টেন্ট দেখিয়েছে, সেটা দারুণ। কিন্তু এটাও কাজ করেনি। চাইব ভালোভাবে সিরিজটা শেষ করতে।’
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে বাংলাদেশের লক্ষ্য থাকবে যে কোনো উপায়ে জয় তুলে নিয়ে হোয়াইওয়াশের লজ্জা থেকে বাঁচা।

.jpg)
0 Comments