সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

কোয়াডকে ‘বিটলস’ ব্যান্ডের সঙ্গে তুলনা | Part of News

 ছবি:সংগ্রহিত

কোয়াড জোটকে বিশ্বখ্যাত‘বিটলস’ব্যান্ডের সঙ্গে তুলনা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে জোটের সদস্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠককালে এ তুলনা টানেন তিনি। বলেন, ‘আমরা বিটলসের মতো একটি ব্যান্ড। সদস্যরা সকলে স্থায়ী ও গত ১০ বছর ধরে আমরা পা মিলিয়ে এগোচ্ছি।’

জন লেনন,পল ম্যাকার্টনি,জর্জ হ্যারিসন ও রিংগো স্টার–বিশ্ববিখ্যাত গানের দল ‘বিটলস’র চার সদস্য। বিশ্ব সংগীত জগতে তার গুরুত্ব আজও যেমন আবেগের, তেমন দলবদ্ধ শিল্পচর্চায় ‘বিটলস’ ততটাই প্রাসঙ্গিক। শুক্রবার(৩ মার্চ)সেই ‘বিটলস’প্রসঙ্গ উঠে আসে কোয়াডের মতো আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও।

আমেরিকা,অস্ট্রেলিয়া,জাপান ও ভারত মিলে তৈরি হয়েছে‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ বা কোয়াড জোট। বিশ্লেষকদের মতে, মূলত চীনকে নজরে রেখেই একজোট হয়েছে চারটি দেশ। শুক্রবার দিল্লিতে জি-২০ বৈঠকের ফাঁকে আলোচনায় বসেন কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সভাপতিত্বে রাইসিনা ডায়লগ ২০২৩ শীর্ষক ওই বৈঠকে অংশ নেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ও মার্কিন পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানেই নিজেদের ‘বিটলস’-এর সঙ্গে তুলনা করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

তবে দলবদ্ধতার সঙ্গে সঙ্গে নিজস্বতায়ও জোর দিয়েছেন হায়াশি। তার কথায়, ‘আমরা বিটলসের মতো একটি ব্যান্ড। সদস্যরা সকলে স্থায়ী এবং গত ১০ বছর ধরে আমরা পা মিলিয়ে এগোচ্ছি। তবে মনে রাখতে হবে, একতা সত্ত্বেও পল ম্যাকার্টনি কিন্তু সোলো অ্যালবাম প্রকাশ করেছিলেন।’

ইয়োশিমাসা হায়াশি নিজেও একজন তুখোড় পিয়ানোবাদক। ২০২১ সালে তিনি লিভারপুল অর্থাৎ‘বিটলস’র জন্মস্থানে জি-৭ বৈঠকে পিয়ানো বাজিয়ে জন লেননের বিখ্যাত গান‘ইমাজিন’শুনিয়েছিলেন তিনি। তার সেই গান শুনে সকলে আপ্লুত হয়ে পড়েন। সংগীতের বিশাল অনুরাগী তিনি।

শুধু হায়াশিই নন। কোয়াড সদস্যের আরেকজন,মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গিটারবাদক। ধ্রুপদী সংগীতের উপর তার নিজস্ব অ্যালবাম রয়েছে। ফলে কোয়াডের সঙ্গে সংগীতের সম্পর্ক যে বেশ নিবিড় তা বলাই বাহুল্য। 

Post a Comment

0 Comments