ছবি:সংগ্রহিত
আহতরা হলেন- কৃষি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আরাফাত ইসমাইল আলিফ (১৮), বাংলা কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহমান রায়হান (১৮) ও মীরপুর পলিটেকনিকের ছাত্র তানভির খান হেমন্ত (২১)।
আহত হেমন্ত জানান, তাদের সবার বাসা দারুস সালাম এলাকায়। শুক্রবার হেমন্তের জন্মদিন ছিল। এ জন্য রাতে চার বন্ধু মিলে খালেক পাম্পের পাশে কেক কাটছিলেন। তাদের পাশেই একটি ছেলে নেশা করছিল। এ সময় তাদের বন্ধু রাফিকে ডাক দেয় ওই ছেলে। তখন রাফি ওই ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তাকে কেনো ডাকছে। এরপরই দুজনের মাঝে তর্ক হয়। এক পর্যায়ে ওই রাফি তাকে চড়-থাপ্পড় মারে।
তিনি আরও বলেন, কিছুক্ষণ পর একই এলাকার আরাফাত রাব্বি, হৃদয়সহ বেশ কয়েকজন ঘটনাস্থলে এসে প্রথমে রাফিকে মারধর করে। বন্ধুরা ঠেকাইতে গেলে রাব্বীর কাছে থাকা সুইচগিয়ার দিয়ে তাদের তিন জনকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় সে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আলিফসহ সবার পিঠে ও পেটে ছুরিকাঘাত রয়েছে। তাদের মধ্যে আলিফের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তিনজনকেই ভর্তি রাখা হয়েছে।

.jpg)
0 Comments