শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকায় দেশের পোশাক রফতানির জন্য চীন একটি সম্ভাবনাময় গন্তব্যস্থল বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির(বিজিএমইএ)সভাপতি ফারুক হাসান।
শনিবার(৪ মার্চ)বিজিএমইএ কমপ্লেক্সে সিসিপিআইটি-টেক্স এর সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান ঝাং তাও’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন,বাংলাদেশ ও চীনের জন্য বিশাল সুযোগ রয়েছে। যা উভয়পক্ষের জন্য উইন-উইন পরিস্থিতি তৈরি করবে। আর চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকায় বাংলাদেশের পোশাক রফতানির জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যস্থল হলো চীন।
এসময় তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে পোশাক ও টেক্সটাইল খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। এতে উভয় দেশ পারস্পরিক চাহিদা পূরণের উপায়গুলো চিহ্নিত করতে পারবে বলে জানান ফারুক হাসান।
বিজিএমইএ এর সঙ্গে সিসিপিআইটি-টেক্স’কে এ বিষয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে ফারুক হাসান বলেন,‘এতে করে বাংলাদেশ ও চীন উভয়ই অবশ্যই উপকৃত হবে।’
চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে সভাপতি আরও বলেন,বাংলাদেশের কটন থেকে নন-কটন ও হাই-ভ্যালুড পোশাকে স্থানান্তরিত হতে সহযোগিতা করার মতো শক্তিশালী টেক্সটাইল শিল্প ও অন্যান্য কাঁচামাল শিল্প রয়েছে চীনের।
এছাড়া বৈঠকে ম্যান-মেইড ফাইবার,ডাইস,ক্যামিকেলস,টেক্সটাইল যন্ত্রপাতি ও অন্যান্য কাঁচামালের জন্য বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চীনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়।


0 Comments