সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

খেলনা পিস্তল নিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি | Part of News

                                                      ছবি:সংগ্রহিত

গাজীপুরের কাশিমপুরে পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজির সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কাশিমপুরের লস্করচালা তিনরাস্তার মোড় থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম জাহাঙ্গীর মিয়া (২৭)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামের আবদুর রশিদের ছেলে। গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল রাতে জাহাঙ্গীর মিয়া ‘পুলিশের পোশাক’ পরে নিজেকে পুলিশ দাবি করে লস্করচালা তিনরাস্তার মোড়ে অটোরিকশা থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়।

ওসি রাফিউল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই যুবক মূলত পুলিশের নকল পোশাক ও ভেস্ট বানিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, দুই মাস আগে তিনি কাশিমপুরে বাসা ভাড়া নেন। এরপর তিনি বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তুলতেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, মোস্তাফিজুরের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আটকের সময় জাহাঙ্গীর মিয়ার পরনে পুলিশ লেখা ভেস্ট, পুলিশের ইউনিফরম (সিবিআইয়ের লোগো দেওয়া শার্ট ও নীল রঙের প্যান্ট), একজোড়া  জুতা, একটি কালো রঙের বেল্ট ছিল। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা পুলিশের ব্যাগ, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

©পার্ট অফ নিউজ


Post a Comment

0 Comments