সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

পঞ্চগড়ে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন | Part of News

পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ ও সংঘর্ষের পর কাদিয়ানিদের জলসা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার পর পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জলসা বন্ধের বিষয়ে জানানো হয়। 

এর আগে, একই দিন দুপুরে জুমার নামাজের পর মুসল্লিরা কাদিয়ানিদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ-মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন।

সংঘর্ষের সময় প্রায় ১০ ঘণ্টা ঘরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ও কাদিয়ানিদের দোকান-বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। গাড়ি চলাচলও স্বাভাবিক হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্আনে রয়েছেন। বিজিবির পক্ষ থেকে রাতে জানানো হয় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পঞ্চগড়ে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


Post a Comment

0 Comments