সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

চীনের সঙ্গে বৈঠক করতে চান ইউক্রেন | Part of News


ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্তি আজ। এ যুদ্ধ আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারও কাছে নেই। এদিকে, সম্প্রতি চীনা কূটনৈতিক গিয়েছিলেন মস্কোতে। করেছেন পুতিনের সঙ্গে বৈঠকও। দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও চীনা প্রেসিডেন্ট শি মস্কোতে যাবেন বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি - ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চীনের সুসম্পর্ক থাকলেও এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কিও দেশটির সঙ্গে বৈঠকের কথা বলেছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে চীনের কোনো পরিকল্পনা আমরা দেখছি না। তারপরেও চীনাদের সঙ্গে ইউক্রেনের বৈঠক বাঞ্ছনীয়।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম বর্ষপূর্তির আগ মুহূর্তে জেলেনস্কি বলেন, ‘চীনের সঙ্গে বৈঠকের জন্য কিয়েভ থেকে যোগাযোগ করা হচ্ছে।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে সঙ্গে রেখে কিয়েভে সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চীনের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি। এখানেই আমাদের স্বার্থ রয়েছে।’

বেইজিং এই সপ্তাহে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে ইউক্রেন সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ প্রকাশ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।এদিকে, ইউক্রেন তার ভূখণ্ড থেকে রুশ সেনা সম্পূণরূপে প্রত্যাহারের দাবি এবং মস্কোর আগ্রাসনের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দাবিসহ তার নিজস্ব ১০-দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে। কিয়েভে সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, চীন আমাদের বলেছে, তাদের এমন একটি উদ্যোগ রয়েছে। তবে আমি এখনো নথিটি দেখিনি , বেইজিং কৌশলগত মিত্র রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে সংঘর্ষে নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে অবস্থান নেয়ার চেষ্টা করেছে।এদিকে, চীনা কূটনৈতিক জানিয়েছেন, তারা রাজনৈতিকভাবে এর সমাধান খুঁজছেন। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সনদের নীতিগুলোর কথা উল্লেখ করে ওই কূটনৈতিক বলেছেন, যুদ্ধ শেষ করতে আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিষয়ক উদ্বেগ বিবেচনা করা হবে।

রয়টার্স তার প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ভাষণ দিতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


©পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments