প্রতীক পেয়েছেন নারায়ণগঞ্জ সিটির মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চূড়ান্ত নৌকার মাঝি হলেন আইভি আর তৈমুর পেয়েছেন হাতি প্রতীক। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। এই নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী।
মঙ্গলবার সকাল থেকে প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখর হয়ে উঠে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়। পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রতীক বরাদ্দের দিন নগরবাসীর চোখ ছিল প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রতি।
আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক নৌকা বরাদ্দ নেন সেলিনা হায়াৎ আইভি। আর হাতি প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নামেন তৈমূর আলম। এসময় শান্তিপূর্ণভাবে নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আর সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম।
আসন্ন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার ছাড়াও মেয়র পদে লড়ছেন আরো ৫ প্রার্থী। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী।
আসন্ন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন রিটানিং কর্মকর্তা।প্রতিক বরাদ্দের পর উৎসব আমেজে প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী ১৬ জানুয়ারি তৃতীয় বারের মত অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন।
©পার্ট অফ নিউজ

0 Comments