সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে কোনদিনও বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না - প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে কোনদিনও বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, কেউ সাহস করতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ওতপ্রোতও ভাবে জড়িত।

মঙ্গলবার বিকেলে সুপ্রীম কোর্ট কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং এবং ন্যায় কন্ঠ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

১৫ আগষ্টের হত্যাকান্ড কারবালার ঘটনাকেও হার মানিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, এর সাথে আর কারা জড়িত তাদের মুখোশ উন্মোচিত হবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আসলে বহু বছর বিচার না পেয়ে মনে অনেক দুঃখ ছিল। যা হোক, এই হত্যার বিচার পেয়েছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার রায় কার্যকর হওয়ায় বিচার বিভাগ, দল ও দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তবে এখন আরেকটা দায়িত্ব রয়ে গেছে। চক্রান্তটা খুঁজে বের করা। এটা একদিন বের হবে। এতে কোন সন্দেহ নেই।

এসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেয়া এই দেশটির কাছ থেকেও আইনের শাসনের কথা শুনতে হয়, যা অবাক ব্যাপার।

শেখ হাসিনা জানান, খুনীদের দেশে পাঠাতে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে বার বার চিঠি দেয়া হলেও তাদের জবাব পাও্য়া যায়নি।

বক্তব্যে প্রধানমন্ত্রী বিচারের রায় ইংরেজিতে না দিয়ে বাংলায় অনুবাদ করে রায় দেয়ার প্রতিও গুরুত্ব দেন। এজন্য বিচারবিভাগের অধীনে একটি অনুবাদ উইং করার পরামর্শ দেন


প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে বক্তৃতা করেন। অ্য্যাপিলেট ডিভিশনের বিচারপতি এবং স্মারক গ্রন্থ এবং স্মরণিকার সম্পাদক মো. নুরুজ্জামান স্বাগত বক্তৃতা করেন।

©পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments