সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

শর্ত মেনে মার্কিন সামরিক সহায়তা নিতে সম্মত বাংলাদেশ


শর্ত মেনে মার্কিন সামরিক সহায়তা নিতে সম্মত বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

ভবিষ্যতে নিরাপত্তা খাতে মার্কিন সহায়তা নিতে এবং সেটির হিসেব ওয়াশিংটনকে দেওয়ার শর্তে সম্মত হয়েছে বাংলাদেশ বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এসময় তিনি আরো জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে ওয়াশিংটনকে জবাব পাঠাবে ঢাকা।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব। বৈঠকে আরো উপস্থিতি ছিলেন, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের বিদ্যমান আইনে পরিবর্তন এনেছে, এতে উল্লেখ্য রয়েছে বিভিন্ন দেশের কাছে তাদের দেয়া সামরিক সহায়তার হিসেব দিতে হবে ওয়াশিংটনকে। বিষয়টি জানিয়ে চলতি মাসের শুরুতে বিভিন্ন দেশের কাছে সম্মতি চায় যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আরো জানান, বাংলাদেশ এ বিষয়ে সম্মত তবে কিভাবে এই হিসেব দেওয়া হবে, সেই প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। তবে এ ব্যাপারে র‍্যাবের ওপরের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই বলে সচিব।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শর্তে সম্মত হলেও, বাংলাদেশের কোনো বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিলে, সে বিষয়ে আগাম আলোচনা এবং অভিযোগের উৎস জানতে চাইবে ঢাকা। আরেক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব আরো বলেন, RAB ও এর সাবেক বর্তমান কর্মকর্তাগণদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে বাংলাদেশ, প্রয়োজনে এ বিষয়ে ওয়াশিংটনে আইনজীবী নিয়োগ করবে ঢাকা ।

এর আগে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো যুক্তরাষ্ট্র। এদের মধ্যে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং বর্তমান মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও রয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর শুক্রবার বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব দফতর)।

এর মধ্যে র‌্যাব ও এর ছয় কর্মকর্তার নাম উল্লেখ করা হয়। অন্যদিকে, পররাষ্ট্র দফতরের আরেক বিবৃতিতে বেনজীরের পাশাপাশি অপর এক কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।


©পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments