
ফেণী শহরে অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল, পথশিশু ও দিনমজুরসহ ক্ষুধার্তদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করল সামাজিক সংগঠন “Origin Smile”।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে “Origin Smile” এর সদস্যদের উদ্যোগে ফেনী রেলস্টেশন চত্ত্বরে অর্ধশতাধিক ছিন্নমূল পথশিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আমন্ত্রিত বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। তাই তাদের কল্যাণার্থে ও সুস্থ মানসিকতার বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। এসব পথশিশু ভালো এবং উন্নতমানের খাদ্য সামগ্রী পেয়ে মহানন্দে আত্মহারা। “আলোর আশা যুব ফাউন্ডেশন” এ ধরনের ভালো উদ্যোগকে সাধুবাদ জানায়। আমরা ভবিষ্যতেও এ ধরনের কাজে “Origin Smile”কে অংশীক ভাবে সহযোগীতা করতে চেষ্টা করবো।
“Origin Smile” এর সদস্য ইসতেহাক বলেন, মানুষের জন্য ভালো কিছু করতে পেরে আত্মতৃপ্তি সঞ্চারণ করে ও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে করোনার এই টানা পোড়নের মাঝে এগিয়ে আসা উচিত। পরষ্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে ছোট ছোট উদ্যোগ এই যথেষ্ট বলে মনে করি আমরা। মানুষ হিসেবে সবাই সমান এই চিন্তা চেতনা প্রত্যেকের মাঝে জাগ্রত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আলোর আশা যুব ফাউন্ডেশন” এর জেলা সভাপতি(ফেণী) ও সহ-প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “Origin Smile” এর কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দরা।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে “বন্ধুত্বের মাধ্যমে সেবা” টিম।এতে অর্ধশতাধিক অসহায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে নতুন খাবার বিতরণ করা হয়।

0 Comments