সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

এতিমদের মাঝে একদিন

এতিমখানার শিশুদের মধ্যে গতকাল মঙ্গলবার ইফতারি বিতরণ করেছে "আলোর আশা যুব ফাউন্ডেশন"। তাদের সাথে অংশগ্রহণ করেছে "বন্ধুত্বের মাধ্যমে সেবা" এর টিম । কাল ৫ মে,২০২১ইং(বুধবার)ইফতারের কিছু সময় আগে আলোর আশা যুব ফাউন্ডেশনবন্ধুত্বের মাধ্যমে সেবা এর সদস্যরা উপস্থিত থেকে শিক্ষক ও ছাত্রদের মাঝে ইফতারী পরিবেশন করেন।

ইফতারের পর ছাত্রদের মধ্যে তেহারি ও বিতরণ করা হয়।
ইফতারের আগে ছাত্ররা দোয়া মাহফিলে অংশ নেয়। এটি পরিচালনা করেন সংশ্লিষ্ট শিক্ষকগণ। এ সময় ছাত্ররা গজল পরিবেশন করেন।

এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণের সময় ”আলোর আশা যুব ফাউন্ডেশন” ফেণী শাখার সভাপতি ও সদস্যরা এবং ”বন্ধুত্বের মাধ্যমে সেবা” টিম এর সদস্যরা এবং মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা পার্ট অফ নিউজকে জানান তারা এরকম ভালো কাজ করে আনন্দিত। তারা এরকম কাজ করে যেতে চায়।
বন্ধুত্বের মাধ্যমে সেবা সদস্য ইসতেহাক পার্ট অফ নিউজকে বলেন, "অনেক পরিশ্রম ও কষ্টের পর যখন তাদের মুখে হাসি ফোটাতে পারি তখন একটি আলাদা ভালো লাগা কাজ করে, তখন মনে হয় যেন এরকম কাজ আরও করতে"। তিনি আরও বলেন মানুষদের সাহায্যে তারা এরকম কাজ আরো করতে চান। এ ছাড়া আলোর আশা যুব ফাউন্ডেশন এর সাথে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি। 
তাদের এই মহত কাজে পৃষ্ঠপোষকতা করেছেন, “Part of News ”, “Shadow Eye”, "Creation Vision

©পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments