সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

'কোভিড-১৯ এর সরকারের তালিকার চেয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা বেশি'


 

দেশে করোনার নতুন ধরন, সঠিক সময়ে হাসপাতালে না যাওয়া এবং চিকিৎসকদের পরামর্শ না নেয়া। এই তিন কারণে সম্প্রতি বেড়েছে প্রাণহানি। মনে করেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, সরকার প্রকাশিত তালিকার চেয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা বেশি। 

দেশে গত ১৬ দিনে প্রাণ গেছে একহাজার মানুষের। এ কয়দিন দৈনিক মৃত্যুর সংখ্যা অর্ধশতাধিক। যার মধ্যে বুধবারই ছিলো ৯৬ জন।

এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে কোভিট-১৯ আক্তান্ত মোট মৃত্যু হয়েছিলো ৪০১ জনের। আর দ্বিতীয় সপ্তাহে এটি বেড়ে দাঁড়ায় ৫৪০ জনে।

মোট প্রাণহানির ৫৮% ঢাকা বিভাগে। ১৮% নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।কোভিট-১৯ এর আক্তান্ত মৃতদের মধ্যে চার ভাগের তিন ভাগই পুরুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, পরিসখ্যানের এই সংকটময় পরিস্থিতির চেয়েও বাস্তবের চিত্র আরও ভয়াবহ।

বিশেষজ্ঞদের ধারণা, প্রাণহানি বৃদ্ধির জন্য দায়ী,করোনার দক্ষিণ আফ্রিকার ধরণ। তাই টিকা নেওয়ার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৫৭.৯৩%। এরপরই আঠে চট্টগ্রাম বিভাগম সেখানে এর হার ১৭.৯৮%।

পুরুষ মারা গেছেন ০৭ হাজার ৪৩৫ জন বা ৭৪.৪৫%। আর মহিলা ০২ হাজির ৫৫২ জন বা ২৫.৫৫%.

মৃত্যুর হার সবচেয়ে বেশি ৬১ বৎসরের বেশি বয়সীদের। সবচেয়ে বেশি মারা গেছোন ৬২ বৎসরেে উর্ধ্বের বয়সীরা মারা গেছেন ৫,৬২৩ জন বা, ৫৬.৩০%।অধিকারশ মারা গেছেন হাসপাতালে।


পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments