সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

২৮ এপ্রিলের পর শর্তসাপেক্ষে গণপরিবহন চালু নিয়ে চলছে ভাবনা চিন্তা!

ছবি:সংগ্রহিত

শনিবার বিকেল এ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের জানান, ২৮ এপ্রিল এর পর শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচলের কথা ভাবছে সরকার। ওবাদুল কাদের বলেন, লকডাউনের পর গণপরিবহন চলানোর ব্যাপারে সক্রিয় চিন্তা-ভাবনা করছে। গণপরিবহন যখন গণপরিবহনের ব্যাপারে লকডাউন স্থিথিল করা হলে, আমাদের কিন্তু করোনা নিয়ম-কানুণ তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে।

পরে রেলমন্ত্রি ও জানান, ওইদিন থেকে বাস চললে ট্রেন ও চলবে। এরই মধ্যে ইঞ্জিন ও বগি পরিক্ষা-নিরিক্ষা করে রেল লাইন প্রস্তুত করতে মাঠ প্রযায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্য পরিবহনের জন্য ৮ জোড়া পারর্সেল ট্রেন চলাচল করছে নিয়মিত।


© পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments