সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

ওয়ান ব্যাংকে নিয়োগ স্নাতক পাসে

 

ওয়ান ব্যাংক লিমিটেড তাদের ক্রেডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম- "ওয়ান ব্যাংক লিমিটেড"


পদের নাম- "ক্রেডিট অফিসার"


পদের সংখ্যা- নির্ধারিত না


কাজের ধরন- পূর্ণকালীন


কর্মস্থল- চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী ও রাজশাহী


আবেদন যোগ্যতা

* যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস।

* সংশ্লিষ্ট বিষয় ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

* ক্রেডিট কার্যক্রম পরিচালনা ও  ডকুমেন্টেশন কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

* যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।

* বয়সসীমা ৩৫ বছর।


আবেদন যেভাবে

আগ্রহীরা আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।


বেতন ও সুযেগা সুবিধা

* বেতন আলোচনা সাপেক্ষে

* কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা


আবেদনের শেষ তারিখ :     ২৬ মে, ২০২১ 


©পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments