কবিতা: দুর্নীতি
কাজী নুসরাত জাহান আলফি
ধিক্কার জানাই তোমাদের!
বড় বড় আসনে বসে আছো যারা ভালো লোক ভাবো নিজেদের!
অনার্স পাস করে ছেলের যদি দিতেই হয় চায়ের দোকান
সারাজীবন সে যে জমালো সার্টিফিকেট শতখান'
রিক্সা ওয়ালা রিক্সা ভাঙলে গায়ে তোমাদের লাগেনা
তারা এখন কেমন আছে তা জানার কারো শখ জাগেনা
গরিবের থালা খালি সর্বদা,তোমাদের কিছু যায় আসে?
তোমাদের আছে চারখানা বাড়ী,ওদের ঘরে কি চাল আছে?
অনিয়মে জর্জরিত, সুদ ঘুষে মর্মরিত
আর কতকাল চলবে?
গরিবের ঘরে আগুন জ্বলবে?
আর কতকাল ওই আসন কে পাপের মধ্যে রাখবে?
গাদা গাদা বই দিয়ে গাধা বানাবে কত?
যেখানে নৈতিকতাই নেই..নেই সুশাসনের গন্ধ।
আবারো ধিক্কার জানাই তাদের,
যারা ভোটের জন্য চাঁদ এনে দেওয়ারও স্বপ্ন দেখায় মোদের
ভিক্ষুকের মত ভোট নিতে তো করেনা তোমাদের লজ্জা
শিক্ষিত বেকার ঘরে বসে থাকে, তাতে নেই কোনো মাথা ব্যথা
প্রতিশ্রুতি আর কত দিবে ভাই?কত বলবে উন্নয়ন
নিজের যোগ্যতা প্রমাণ করো,করো নীতির বন্যায়ন
প্রকাশকঃ পার্ট অফ নিউজ


0 Comments