সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

খুলছে দোকানপাট ও শপিংমল


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। সময় প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত তবে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চতে হবে। তবে এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে  ২২ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২০ এপিল (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

সারাদেশে  ১৪ এপ্রিল শুরু হওয়া কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। তবে তা শেষ হবার আগে  ১৭ এপ্রিল (রোববার) রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে । এরপরই সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদ্বয়ের সভা থেকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রীর অনুমোদন প্রাপ্তির পর ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়। ‘সর্বাত্মক লকডাউনে’ জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস ও গণপরিবহন। দোকানপাট ও শপিংমলও বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়। তবে ব্যবসায়ীদের কথা বিশেষভাবে চিন্তা করেই ২৫ এপ্রিল (রোববার) থেকে শপিংমল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত সনওয়া হয়েছে । কাররণ বাংলাদেশে শুরু থেকেই তার (ব্যবসায়ীরা) বিরোধিতা করছিলো ।

দেশের বেশ কিছু জায়গায় লকডাউন এ দোকান বন্ধ নিয়ে নিয়ে দোকানি ও ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে  লকডাউন শুরুর আগে সরকার বলেছিলো যে দূরপাল্লাসহ সকল গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

কিন্তু সবার কথা চিন্তা করে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এবং এখন শুধু দূরপাল্লার গণপরিবহনদ্বয় বন্ধ থাকবে।

 এবার লকডাউন এ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, ওষুধের দোকান, কাঁচাবাজার ও খাবারের দোকান লকডাউনের সময় খোলা থাকবে।

এছাড়া  গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানাদ্বয় লকডাউনের আওতায় থাকবে নাহ।


© পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments