সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

কবিতা - "বাবা দের কান্না"

বাবা দের কান্না

ইফতেখারুল ইসলাম ইমন


বাবারা ও কাঁদে..
কখনো গভীর রাতে 
বারান্দায় দাড়িয়ে একা
লাল নীল শহরের মরীচিকা
বাবা কে দিয়েছে ধোঁকা।

উৎসবের দিনগুলো তে
পুরাতন শার্ট আর পুরাতন পান্জাবী
পুরাতন জুতো টাতে হয়েছে পালিশ
খোকার চাকরিটা যেন হয়ে যায়
করুনাময়ের কাছে বাবার আশিস।

বাবারা ও কাঁদে..
ইজি চেয়ারে ক্লান্ত দেহ
চোখ ভুজে সমাধানের চেষ্টা খুব
সংসারের জটিল সমীকরন মেলে না
ঋণের সাগরে বুক পকেট দিয়েছে ডুব।

বাবা আজ ও কাঁদে
ছেলের শখ না পূরনের ব্যাথা
বাবারা ও কাঁদে..সত্যিই কাঁদে
যখন ছেলেটাই বাবাকে বলে
     বৃদ্ধাশ্রম এর কথা....

উৎসর্গঃ আমার বাবা ♥ এবং এ পৃথিবীর সকল বাবাকে...♥


প্রকাশকঃ পার্ট অফ নিউজ

Post a Comment

0 Comments