আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল চারটায়।
প্রথম ম্যাচে জয় পেলেও মুম্বাইয়ের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে কলকাতা। বোলিংয়ে ধারাবাহিক হলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় সবশেষ ম্যাচে জয় পায়নি রাইডার্স। তারপরও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা মরগ্যান বাহিনীর। আসরে বোলিং ভালো করলেও রানে ফেরার তাগিদ সাকিবের।
এদিকে, দারুণ ছন্দে বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচেই জিতে টেবিলের দুইয়ে বিরাট কোহলির দল। হ্যাটট্রিক জয়ের খোঁজে নামবে তারা।
দুই দলের ২৬ দেখায় কেকেআরের জয় ১৪টিতে, বাকি ১২ ম্যাচে জয় আরসিবির।
* পার্ট অফ নিউজ


0 Comments