সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

অসহায় মানুষদের ইফতার বিতরণ করছে Active Youth Squad

করোনা সংক্রমণের ভয়ে সবাই যখন ঘরে রয়েছে, তখন অনেকেই থাকছেন চরম কষ্টে, অনাহারে। রমজান মাসটি অনেক  বেশি  গুরুত্বপূর্ণ মুসলামদের কাছে। এই রমজানে অসহায় মানুষেকে একদিন পাশে দাঁড়িয়ে, তাদের সাথে একদিন ইফতার করার ইচ্ছে জাগে “
Active Youth Squad” নামে একটি সংগঠনের।

অসহায় মানুষদের কথা ভেবে, তাদের বিনামূল্যে ইফতার করার তথা করানোর উদ্যোগ নেয় “Active Youth Squad সংগঠনটি। উক্ত সংগঠন তাদের এই উদ্যোগের একটি নাম রেখেছে প্রজেক্ট হিসেবে। প্রজেক্টটির নাম হচ্ছে “রহমত”।

২৭ এপ্রিল রোজ মঙ্গলবার (১৪ রমজান) বিকালে ‘ফেনী জেলার’ সদস্যদের উদ্যোগে ফেণী সদরে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করেন তারা। পথচারী, রিক্সাচালক, অসহয়ি ও দুঃস্থ মানুষের মাঝে এ ইফতার বিতরণ করেন।

ফেণী জোন এর কো-অডিনেটর ইসতেহাক বলেন, ”আমরা মানুষদের সাহায্য করতে পেরে আনন্দিত। আমরা আরো এরকম মানুষদের পাশে দাঁড়াতে চাই।” তিনি আরো বলেন ফেণীতে করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে সব ইফতারি বিতরণ করা হচ্ছে। সবার সহযোগিতায়ই এই কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তারা।

সংগঠনটি চেষ্টা করছে বিভিন্ন জেলার অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের কাছে সাহায্য পৌঁছে দিতে।

©পার্ট অফ নিউজ


Post a Comment

0 Comments